বীর নারী রাজবাড়ির মেয়ে গীতা কর ভারতীয় উদ্বাস্তু শিবিরে সেবার কাজে নিয়োজিত ছিলেন । গীতার পিতা একাত্তরের ৫ মে নিহত হন। সর্বস্ব ত্যাগ করে গীতা ভারতে চলে যান। বাংলাদেশকে স্বাধীন করার ব্রত নিয়ে মুক্তি সংগ্রামে যুক্ত হন। তিনি মুক্তিযুদ্ধে ভারতবাসীকে বাংলাদেশের পক্ষ নেবার জন্য উদ্বুদ্ধ করেন। গাইড হিসাবেও কাজ করেন তিনি। একাত্তরের ২ জুলাই গীতা কর গেরিলা ট্রেনিংয়ে অংশগ্রহণ করেন। ট্রেনিং শেষে আগরতলায় ৪৮০ শয্যাবিশিষ্ট বাংলাদেশ হাসপাতালে মেডিক্যাল এটেনডেন্ট হিসেবে তিনি কাজ করেন। যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সেবা দানে তিনি ছিলেন অন্ত প্রাণ। বাহাত্তরের জানুয়ারির শেষ সপ্তাহে কিছু যুদ্ধাহত মুক্তিযোদ্ধাসহ স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন।
দেশ মুক্তির পর একই প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্রে কর্মরত ছিলেন। বর্তমানে শারীরিক কারণে সেখান থেকে অবসর নিয়ে রাজবাড়িতে নিজ বাড়িতে উনার মায়ের সাথে অবস্থান করছেন। আজকের এই পোষ্ট তার চোখে দেখা মুক্তিযুদ্ধের চালচিত্র।
গীতা করের জন্ম গ্রামীণ উচ্চ-মধ্যবিত্ত এক কৃষক পরিবারে। ১১ বোনদের মধ্যে গীতা করই প্রথম সন্তান। তাই বাল্যকাল হতে পড়াশুনার পাশাপাশি ছোট অন্য বোনদের দেখা শুনাও করতে হতো। শুধু তাই তাদের ছিল যৌথ পরিবার। সে পরিবারে ছিল তার ১৮ ভাই বোন। বাবা জিতেন্দ্র কর ছিলেন কিছুটা আধুনিক মনা এবং সামাজিক কুসংস্কার মুক্ত মানুষ। রাজবাড়ি শহরে জায়গা কিনে বাড়ি করে পরিবারের সবাইকে শহরে নিয়ে আসেন। কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে- সন্তানদের উচ্চ শিক্ষা পেতে হলে তা শহরে বাস ছাড়া সম্ভব নয়।
১৯৭১ সালের ২৫শে মার্চের পর থেকে সারা দেশ জুড়ে শুরু হয়ে যায় যুদ্ধ, অরাজকতা, খুন, রাহাজানি, লুটতরাজ! রাজবাড়ির স্বজ্জনকান্দা গ্রামেও শুরু হয়ে যায় লুটপাট আর অত্যাচার। এই পরিস্থিতিতে জিতেন্দ্র কর দিশেহারা হয়ে পড়েন। ২০ এপ্রিল মেয়েদের সম্ভ্রম হারানোর আশংকায়, বড় চার মেয়েকে নিয়ে অন্য গ্রামে আপন শ্যালকের বাড়ি চলে যান। ১৫ দিন যাবার পর ৫ই মে শ্যালকের বাড়ি আক্রমণের শিকার হয় । বাড়ির যাবতীয় মালামাল লুট হয়, এবং লুটেরাদের ছোরার আঘাতে জিতেন্দ্র কর নির্মম ভাবে নিহত হন।
এরপর দুষ্কৃতিকারীরা সে বাড়িতে অগ্নিসংযোগ করে দেয়। সে এক হৃদয় বিদারক দৃশ্য! গীতা কর ও অন্য তিন বোন -প্রাণ প্রিয় মৃত বাবার রক্তাক্ত দেহ, শিয়াল কুকুরে খাবে জেনেও প্রাণ নিয়ে,নিঃস্ব হয়ে এক কাপড়ে মামাদের সাথে পালিয়ে যেতে বাধ্য হন। পথে অকথ্য কষ্ট স্বীকার করে, হাজার হাজার বাস্তুত্যাগীদের সাথে মিশে নয় দিন পায়ে হেটে ফরিদপুর, যশোর ও কুষ্টিয়া জেলা পার হয়ে শিকার পুর সীমান্ত দিয়ে ভারতের মাসিমাদের বাড়িতে এসে আশ্রয় লন।
জিতেন্দ্র করের মৃত্যুর পর তার নিজের বাড়িও লুটপাট হয়ে যায়। তাই বাধ্য হয়ে গীতা করের মা সন্ধ্যা কর বাকী সন্তানদের নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে আসেন অবশেষে ১৫/২০ দিন পর তিনিও ভারতে এসে বোনের বাড়িতে অন্যদের সাথে মিলিত হন।
ভারতে মাসীর বাড়িতেও অবস্থা সুখের ছিলনা। খাদ্য হিসাবে ছিল জংগলের কচু ও ক্যাম্পের আতপ চাল। তাও তিন বেলা জুটতো না। ক্যাম্প থেকে চাল উঠানো ছিল আরও দুর্ধর্ষ ব্যাপার! সেই কাক ডাকা ভোর থেকে হাজার হাজার মানুষ চালের জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে হত। সারাদিন মানুষে মানুষে ধাক্কা ধাক্কি ও গালাগাল হজম করে কয়েকটি চাল পাওয়া যেত।
ভারতে যাবার পর থেকে গীতা করের মনের মধ্যে পিতৃহত্যা, নিজ আবাস ধ্বংস, নিজ দেশ থেকে অন্যায় ভাবে বিতাড়নের কারণে মনে প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছিল! কেমন করে সেই সব ঘাতকদের ধ্বংস করা যায়, সে চিন্তায় মুক্তিযুদ্ধে সরাসরি অংশ গ্রহণের উপায় খুঁজতে থাকেন।
কোলকাতায় এসে সাজেদা চৌধুরী, নূর জাহান মোর্শদ, বদরুন্নেছা আহমদের সাথে দেখা করেন। গীতা কর ও উনার বোন ইরা কর মহিলা মুক্তিযোদ্ধা হিসাবে অংশ গ্রহণে ইচ্ছুক হিসাবে নাম নথিভুক্ত করেন। এরপর প্রতিদিন ভোরে এক মুঠো পান্তা ভাত খেয়ে ২৫টি স্টেশন পাড়ি দিয়ে কোলকাতার সি,আই,টি রোডে যাওয়া আসা শুরু করেন। এই ভাবে এক মাস যাবার পর মাত্র ৭ জন বাংলাদেশী মেয়েকে নিয়ে প্রশিক্ষণ ক্যাম্প শুরু করার অনুমতি দেওয়া হয়।
বর্তমান বন ও পরিবেশ মন্ত্রী সাজেদা চৌধুরীর তত্বাবধাণ কোলকাতায় নকশালদের একটি পরিত্যক্ত বাড়িকে প্রশিক্ষণের জন্য ঠিক করা হয়। সাত জন মেয়েদের মধ্যে গীতা কর ও উনার বোন ইরা কর, তুষার, কণা, মণ্ডল, আরতি সাহা, সাবিত্রী পোদ্দার ছিলেন। ১৯৭১ এর ২রা জুলাই রোজ রবিবার ক্যাম্প উদ্বোধন হয়। সেই ক্যাম্পে তাদের দেওয়া হয়- একদম কম দামের ২টি শাড়ি, একটি মগ, ছোট একটি কম্বল।
এবার শুরু হল লড়াই শেখার সংগ্রাম। কয়েক দিনের মধ্যে আরও কিছু মেয়ে এসে ট্রেনিং এ শরিক হয়। এখানে খেতে দেওয়া হত সব চেয়ে নিকৃষ্ট মানের কাঁকর মেশান ভাত। সবাইকে ছোট ছোট দলে বিভক্ত করা হয়। চাল বাছার দল, বাজার করার দল, রান্না করার দল। সকালে এক মগ চা, দুপুরে কাঁকর মেশানো ভাতের সাথে ডাল। রাতেও ডাল ভাত। মাঝে মাঝে সবজি জুটে যেত। ভোর পাঁচটা হতে হতো দিনের কর্মসূচি। প্রথমে শরীর চর্চা। গাছে চড়া, ক্রলিং, সাঁতার চলত সারাদিন। কোলকাতার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এসে ক্লাস করাতেন। তারা পৃথিবীর বিভিন্ন দেশের স্বাধীনতা সংগ্রামের উপর আলোচনা করতেন। সেন্ট জনস এম্বুলেন্স থেকে লোক এসে ফাস্ট এইড সম্বন্ধে শিক্ষা দিতেন। ট্রেনিং চলা কালে বাইরের লোকজন বা আত্মীয় স্বজন হয়ে পড়েছিলেন। আওয়ামী লীগের সাজেদা চৌধুরী প্রায় এসে মহিলা মুক্তিযোদ্ধাদের সান্ত্বনা দিয়ে যেতেন। তবে নূর জাহান মোর্শেদ, বদরুন্নেছা কম আসতেন।
দিনে দিনে কোলকাতার সেই পরিত্যক্ত নকশাল বাড়ির ক্যাম্পে মুক্তিযুদ্ধে যোগদানে ইচ্ছুক মহিলাদের সংখ্যা বাড়তে লাগে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজের পড়ুয়া মেয়েরাও এসে যোগদেয়। তাদের মধ্যে বিভা সরকার, যূথিকা চ্যাটার্জী, লায়লা পারভিন, হাফিজা আক্তার, শিরিন বানু মিতিল, জিন্নাতুন্নেছা তালুকদার ছিলেন। অবশেষে মেয়েদের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়।
বীর নারী রাজবাড়ির মেয়ে গীতা কর ভারতীয় উদ্বাস্তু শিবিরে সেবার কাজে নিয়োজিত ছিলেন । গীতার পিতা একাত্তরের ৫ মে নিহত হন। সর্বস্ব ত্যাগ করে গীতা ভারতে চলে যান। বাংলাদেশকে স্বাধীন করার ব্রত নিয়ে মুক্তি সংগ্রামে যুক্ত হন। তিনি মুক্তিযুদ্ধে ভারতবাসীকে বাংলাদেশের পক্ষ নেবার জন্য উদ্বুদ্ধ করেন। গাইড হিসাবেও কাজ করেন তিনি। একাত্তরের ২ জুলাই গীতা কর গেরিলা ট্রেনিংয়ে অংশগ্রহণ করেন। ট্রেনিং শেষে আগরতলায় ৪৮০ শয্যাবিশিষ্ট বাংলাদেশ হাসপাতালে মেডিক্যাল এটেনডেন্ট হিসেবে তিনি কাজ করেন। যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সেবা দানে তিনি ছিলেন অন্ত প্রাণ। বাহাত্তরের জানুয়ারির ১৬ তারিখে কিছু যুদ্ধাহত মুক্তিযোদ্ধাসহ স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন।
দেশ মুক্তির পর একই প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্রে কর্মরত ছিলেন। বর্তমানে শারীরিক কারণে সেখান থেকে অবসর নিয়ে রাজবাড়িতে নিজ বাড়িতে উনার মায়ের সাথে অবস্থান করছেন। আজকের এই পোষ্ট তার চোখে দেখা মুক্তিযুদ্ধের চালচিত্র।
প্রশিক্ষণের শেষ পর্যায় এসে প্রশিক্ষণরত মেয়ে মুক্তিযোদ্ধাদের মধ্যে যারা নেতৃস্থানীয়, তাদের মধ্যে কে দলের নেতৃত্ব দিবে তা নিয়ে শুরু হয়ে যায় গোলযোগ। তার উপর যুদ্ধক্ষেত্রে বিমানে করে যাবার বায়না। সাথে সকল সুযোগ সুবিধা।
সারা দেশ যেখানে শত্রু কবলিত তখন যুদ্ধ করতে আসা নেতৃস্থানীয়দের এই সব সুযোগ সুবিধা চাওয়া দেখে গীতা কররা অবাক হলেন! এই সব দাবি দাওয়া আর কে হবেন দলনেতা ,তাই নিয়ে বেশ কয়েকদিন চলে গেল।
তারপর প্রস্তাব আসে কারা বিনা দাবি দাওয়ায়, বিনা সুযোগ সুবিধায় যুদ্ধে যেতে চায়! শেষ পর্যন্ত ২০০ মেয়েদের মধ্য গীতা কর সহ মাত্র ১৫ জন মেয়ে যুদ্ধে যেতে আগ্রহ জানায়। এই ১৫ জনের দলের দল নেতা করা হলো অনিলা বিশ্বাস নামের এক মেয়েকে। অনিলা ছিলেন কলেজ ছাত্রী, গোপালগঞ্জের মেয়ে। এই দলের অন্য যারা তারা হল- গীতা কর, ইরা কর, অঞ্জলি চৌধুরী,শেফালী দাস, শোভা বৈরাগী, অনিমা ওঝা, গীতা মজুমদার,রঞ্জিতা বিশ্বাস, লক্ষ্মী মন্ডল, বিশাখা মন্ডল, ছায়া হালদার, মঞ্জু বিশ্বাস, আরতি সাহা, সাবিত্রী পোদ্দার।
বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিজানুর রহমান ও তৎকালীন মন্ত্রীপরিষদবর্গ। বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি মাত্র ১০টাকা দল নেতার হাতে ধরিয়ে দিলেন। মাত্র ১০ টাকা পথ সম্বল করে আর এক অবাঙ্গালীকে পথ প্রদর্শক করে বিদায় জানান হলো মুক্তিযোদ্ধাদের। কিন্তু তাদের বলে দেওয়া হলনা কোথায় যেতে হবে কি করতে হবে!
অক্টোবর মাসের দিকে হাওড়া স্টেশন থেকে রওয়ানা হয়ে আসাম যাওয়া হয়। পথে কোন খাওয়া দাওয়া হয় নাই। এক পর্যায়ে দলের গাইড অবাঙ্গালী লোকটি মেয়েদের পথ মধ্যে ছেড়ে চলে গেলেন। উপোষ কতক্ষণ থাকা যায়! হাতে মাত্র ১০টাকা! তখন ১টাকায় ৮টি কমলা পাওয়া যেত, কাজেই শুধু কমলা খেয়ে ক্ষুধা নিবারণের চেষ্টা করা হল।
এভাবে চলতে চলতে দলটি সিলেটের করিমগঞ্জ সীমান্তে আসে। এখানে এসে শরণার্থী ক্যাম্প দেখতে পেয়ে দলটি ক্যাম্পে ঢুকে পড়ে। ক্যাম্পে ঢুকে দেখা হয় এক বাংলাদেশী ছেলের সাথে যার নাম ছিল মাখন। ৮/৯ দিনের উপোষ থেকে থেকে দলের সবার ক্ষুধার যন্ত্রণায় আর প্রচণ্ড ঠাণ্ডায় জ্ঞান হারাবার উপক্রম, তাই দলের কারো শক্তি ছিলনা যে কাউকে সব ঘটনা বুঝিয়ে বলার।
বাংলাদেশী ছেলেটি মেয়েদের অবস্থা বুঝতে পেরে শিউরে উঠলেন। চট জলদি শুকনো আম পাতা জড়ো করে আগুন জ্বালিয়ে মেয়েদের শরীর গরম করার ব্যবস্থা করলেন। তারপর সব কিছু শুনে রেশনের চালের ফেন ভাত খাওয়ালেন। সান্ত্বনা আর আশ্বাস দিয়ে ক্যাম্পের তাবুতে মেয়েদের ঘুমাতে দিলেন।
কিন্তু বিপদ দেখা দিল আবার। ভারতীয় সেনাবাহিনী মেয়েদেরকে পাকিস্তানী গুপ্তচর হিসাবে জোর করে তাদের ক্যাম্পে নিয়ে যেতে উদ্যোগ নেয়। সাথে অশ্লীল গালাগালি। বহু বলে কয়ে প্রমাণ করা হলো যে মেয়েরা পাকিস্তানী গুপ্তচর নয় বরং মুক্তিযোদ্ধা বাঙ্গালী মহিলা। কিন্তু তাতেও কাজের কাজ কিছু হলো না। তারা হুকুম করে তাদের ক্যাম্পে গিয়ে তাদের সেবা করতে হবে। এর মধ্যে এক ফাঁকে দলনেতা অনিলা সটকে পালিয়ে যায়।
অনিলা শরণার্থী ক্যাম্প ইন চার্জের কাছে খোলে বলেন যতসব বিপদের কথা। মাখন বাবুর সহযোগিতায় কোলকাতায় সাজেদা চৌধুরীর কাছে ভীষণ কঠোর ভাষায় টেলিগ্রাম পাঠান।-
--- মেয়েদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে নিজেরা গদিতে বসে আছেন। আমাদের বিমানে পাঠানোর কথা ছিল। সে টাকা আপনারা আত্মসাৎ করে আমাদেরকে ট্রেনে পাঠিয়েছেন। নিজের সন্তান হলে নিশ্চয় নিজেরা গদিতে থেকে ঠিকানা না দিয়ে এক অবাঙ্গালীর হাতে ছাড়তেন না। যদিও জানি যুদ্ধে করতে যাওয়া সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপট। আপনাদের ভিতর কোন প্রকার মনুষ্যত্ব নাই। দেশ স্বাধীন হলে দেখে নেব-!!!!!
এতসব করার পরও একদিন মেয়েদের তাবুতে ভারতীয় সেনাবাহিনী ঢুকে পড়ে। তখন মাখন বাবু সহ মুক্তিযোদ্ধা মেয়েরা তাদের প্রতিহত করে।
অনিলার সেই টেলিগ্রাম পাবার পর কোলকাতা থেকে মেয়েদের যাবার জন্য নির্দিষ্ট নাম-ঠিকানা জানান হয়। মাখন বাবুর কাছে কয়েক দিন মেয়েরা থেকে সুস্থ হয়ে উঠে। মাখন বাবু একটি জীপ গাড়ি করে আগরতলা পৌঁছে দেন। রাতে সাইগল নামের এক ভদ্রলোকের অফিসে রাত কাটায় মেয়েরা। সকালে সেখান থেকে আগরতলা ও কুমিল্লার সীমান্তে বিশ্রাম গঞ্জ নামক জায়গায় নিয়ে যাওয়া হল।
এই বিশ্রামগঞ্জে মুক্তিবাহিনীর জন্য ৪৮০ বেডের একটি বাংলাদেশ ফিল্ড হাসপাতাল বানান হয়েছে।
এখানে মেয়েদের ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান- ডাঃ জাফরুল্লাহ চৌধুরী, ক্যাপ্টেন সেতারা বেগম, ডাঃ নাজিম উদ্দিন আহমদ। সাথে আরও ছিলেন- ক্যাপ্টেন আক্তারের স্ত্রী খুকু, বেগম সুফিয়া কামালে ২ মেয়ে লুলু, টুলু, পদ্মা সরকার, নীলিমা বৈদ্য, বাসনা চক্রবর্তী সহ আরও অনেকে।
মেয়েরা সরাসরি যুদ্ধে যাবার প্রস্তুতি নিয়ে আসার পরও , এখানে থেকে আহত মুক্তিযোদ্ধাদের সেবা করার নির্দেশ দেওয়া হয়। নির্দেশ শুনে মেয়েদের মন খারাপ হয়ে যায়। তারপরও আহত মুক্তিযোদ্ধাদের সেবা করা কম কথা কথা নয়। ভেবে মেয়েরা আহত মুক্তিযোদ্ধাদের সেবায় লেগে যায়।
এই ফিল্ড হাসপাতাল প্রথমে মেলাঘরে ছিল পরে আহতের সংখ্যা বেড়ে যাবার কারণে এখানে স্থানান্তর করা হয়। এই হাসপাতালের ব্যয়ভার ডাঃ জাফরুল্লাহর বন্ধু লন্ডন প্রবাসী কাজী কামরুজ্জামান ও অন্যান্য ডাক্তাররা বহন করতেন। সেখান থেকে তারা নিয়মিত প্রয়োজনীয় ঔষধ ও যন্ত্রপাতি পাঠাতেন। ভারত থেকে কিছু কিছু সাহায্য পাওয়া যেত।
হাসপাতালে আহত মুক্তিযোদ্ধাদের শারীরিক অবস্থা ছিল ভয়াবহ! কারও হাত উড়ে গেছে, কারও বা পা উড়ে গেছে। সে এক বীভৎস দৃশ্য! কেউ সারা রাত যন্ত্রণায় চিৎকার করছে। তবুও বাংলার সাধারণ মানুষের সন্তানরা ভয়ে ভীত নয় বরং প্রবল প্রতিশোধের স্পৃহায় একটু সুস্থ হলেই যুদ্ধের জন্য রণাঙ্গনে চলে যাচ্ছে। অনেকে তাদের বাবা মা ভাই বোন আত্মীয়স্বজনকে হারিয়েছেন। কেউ তাদের খবর জানেন না। ভাবনা হাত পা উড়ে যাক তারপর তো দেশ স্বাধীন হবে।
এই ভাবে একদিন বিজয়ের ধ্বনি এলো। সবাই বিশ্রামগঞ্জের হাসপাতাল ছেড়ে ১৭ই ডিসেম্বর দেশের পথে রওয়ানা হয়ে গেলেন। শুধু গীতা কর সহ অন্য মেয়েরা রয়ে গেলেন। কারণ দেশে তাদের কোন নিকট জন ছিলেন না।
অবশেষে ১৫/২০ জন আহত মুক্তিযোদ্ধা নিয়ে ১৯৭২ সালের জানুয়ারি মাসের ১৬ তারিখে কুমিল্লার সোনাইমুড়ি সীমান্ত দিয়ে মেয়ে মুক্তিযোদ্ধারা মুক্তদেশে প্রবেশ করেন।
আমি যখন এই পোস্ট আমারব্লগের পোস্ট করি সে সময়ে আমারব্লগের সহব্লগার অনুজপ্রতিম অনুলেখা তিনি ঘটনাক্রমে রাজবাড়িতে গিয়েছিলেন। উনি আমার পোস্টে গীতাকরের ঘটনা জানতে পেরে সরাসরি গীতাকরের সাথে দেখা করে আসেন।
বাকিটি অনুর লেখা থেকে তুলে দিচ্ছি- শুভেচ্ছা, পরিচয় পর্ব এবং উদ্দেশ্য জানাতেই কয়েকটা শব্দ উচ্চারণ করলেন ঠিক এভাবে "মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম দেশের জন্য, দেশ পেয়েছি। তবে আজ পর্যন্ত মুক্তিযুদ্ধে আমার অবদানের স্বীকৃতি পাইনি। এ স্বীকৃতি দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের; সে দায়িত্ব পালনে রাষ্ট্র ব্যর্থ হলে দুর্ভাগ্য আমাদের"।
অনু সাক্ষাতকার শেষে আবার গীতাকরের কাছে জানতে চান- স্বাধীনতার ৪০ বছর পর তাঁর মনে কোন দুঃখ আছে কিনা? তিনি ক্ষোভ ও দুঃখের সঙ্গে বলেন "স্বাধীনতার ৪০ বছর পরে নতুন করে কিছু চাওয়ার নেই। মৃত্যুর পূর্বে চাই মুক্তিযুদ্ধে আমার অবদানের সরকারী স্বীকৃতি, এই রাষ্ট্রের নিকট এটাই আমার শেষ আকুতি"।
আজ স্বাধীনতার এত বছর পর গীতা কর জাতীর কাছে জানতে চান- কত মৃত্যু, কত নির্যাতন, কত যন্ত্রণা আর কষ্ট হেলাভরে পিছনে ফেলে দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছে এদেশের কৃষক, শ্রমিক, মজুর সহ শিক্ষিত মানুষেরা। কিন্তু দেশ স্বাধীন হয়েছে ঠিকই কিন্তু মেহনতি মানুষের ঘরে স্বাধীনতার প্রকৃত অর্থ আজও কেন পৌছাইনি? কেন? কেন? কেন?
বিভিন্ন জাতীয় দৈনিকে গীতাকরের অবদান স্বীকার করে যে প্রবন্ধ ছাপা হয়েছিল-
কালের কণ্ঠ
ইত্তেফাক
জনকণ্ঠ
প্রথম আলো
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন